1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত হয়েছে
oplus_2

নুরুল আমিন হেলালী : বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে নতুন করে কিছু শর্তাবলী মেনে চলতে হবে পর্যটকদের।এখন থেকে দেশের সর্বদক্ষিণের মায়ানমার সীমান্তবর্তী এই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষার্থে ভ্রমণ পিপাসুদের  যাওয়ার জন্য সবাইকে ট্রাভেল পাস নিতে হবে। যাদের ট্রাভেল পাস থাকবে, তারাই এই দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন। দ্বীপে যারা ভ্রমণে যাবেন তারা সঙ্গে করে পলিথিন ও প্লাস্টিক পণ্য নিতে পারবেন না। এ ছাড়া পর্যটকরা কোন হোটেলে হোটেলে রাত্রীযাপন করলে তার রেজিস্টার সংরক্ষণ করা হবে।

কিছুদিন আগে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটক নিয়ন্ত্রণে কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে জাহাজ ছাড়ার/এন্ট্রি পয়েন্টে শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুত করা অ্যাপস থেকে সংগ্রহ করা ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করা হবে। স্থানীয়দের মতে প্রতি বছর অক্টোবরের শেষ থেকে দ্বীপটিতে পর্যটন মৌসুম শুরু হয়। কিন্তু এবার নভেম্বরের শেষ সময় এসেও শুরু হয়নি পর্যটকের আনাগোনা। অনিশ্চয়তার কবলে রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলে।

এর মধ্যে দ্বীপে বসবাসকারী মানুষ নিজস্ব প্রয়োজনে কাঠের ট্রলার বা স্পিড বোট যোগে টেকনাফ আসা-যাওয়া করতেও প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। তাদের আসা-যাওয়া এখন নির্ভর করছে প্রশাসনিক অনুমতির ওপর। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা ছাড়া বাংলাদেশের কোনো নাগরিক দ্বীপে যেতে চাইলে লিখিত অনুমতির শর্ত দেওয়া হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুত করা অ্যাপস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। এ জন্য অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরই প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অনলাইনেই ট্রাভেল পাস সংগ্রহ করা যাবে। এই ট্রাভেল পাস দেখিয়ে টেকনাফ থেকে ছেড়ে যাওয়া জাহাজে উঠতে হবে।

অ্যানড্রয়েড ফোনের জনপ্রিয় অ্যাপ স্টোর গুগল প্লে স্টোর ভিজিট করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কোনো অ্যাপ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অ্যাপটি এখনো সংস্কারের পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে শর্ত জুড়ে দেওয়া এবং পর্যটক সীমিতকরণে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় ও পর্যটন সংশ্লিষ্টরা শর্তগুলো শীতিলসহ পর্যটক ভ্রমণের সংখ্যা বাড়াতে মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলনও চালিয়ে যাচ্ছে। অপরদিকে পরিবেশবাদী সংগঠনগুলো সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় শর্তগুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে বেশকিছুদিন ধরে প্রতিবেশি রাষ্ট্র মায়ানমারের যুদ্ধাংদেহী আচরণের কারণের কারণে পর্যটকদের নিরাপত্তা এবং সেন্টমার্টিনের পরিবেশ রক্ষাকল্পে এই সিদ্ধান্ত বলে জানান সংশ্লিষ্ট প্রশাসন।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews