1. [email protected] : Masumasian :
  2. [email protected] : News Editing : News Editing
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশষ সংবাদ:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য বৈষম্যহীন শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা মেরিটাইম সেক্টর অপার সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র: নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা সমুদ্রপথে হাজযাত্রী প্রেরণের প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি বিশ্ব বসতি দিবস ২০২৪ এর আলোচনা অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান  নবীকে নিয়ে কটূক্তি: ভারতে পুরোহিত আটক কোরআনে ইসরায়েলের পতন নিয়ে কী বলা আছে ? রাজধানীতে মোটরসাইকেলসহ ছোট যানবাহন নিবন্ধন বন্ধের সুপারিশ ভারত হটাও মুইজ্জুর ‘নতি স্বীকার’, ভারতকে দিলেন যে প্রতিশ্রুতি  আমি হিপোক্রিট নই, চাকরি গেলেও সমস্যা নেই: নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ম্যাক্রোর উপরে ক্ষেপলেন নেতানিয়াহু

সপ্তাহের শুরুতেই সূচকের পতন

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক – ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। এছাড়া ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১১ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫.২২ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৯টি কোম্পানির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত আছে ৪৬টির।

ডিএসইতে এদিন মোট ৬৬৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭১৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২০.৭৮ পয়েন্ট কমে ১৬ হাজার ১১৯ পয়েন্টে, শরিয়া সূচক ৩.৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৭৩.৬৮ পয়েন্ট কমে ১২ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৬টি কোম্পানির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ২০টির।

দিন শেষে সিএসইতে ৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews