অনলাইন ডেস্ক – শিশুদের সর্বোত্তম স্বার্থের কথা বিবেচনায় একনেক এ শিশু উন্নয়ন কেন্দ্রের জন্য এ যাবতকালের সর্বোচ্চ বাজেট ৫৬২ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ উৎসব করেছে শিশুরা।গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র, বালক শাখা এ উৎসবের আয়োজন করে।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর ১৯৭৪ সালের ২২ জুন শিশুদের সুরক্ষায় শিশু আইন প্রণয়ন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আইনের সঙ্গে সংঘাতে কিংবা সংস্পর্শে আসা শিশুকে কারাগারে না রেখে তাদের সংশোধন ও পুনর্বাসনের উদ্যোগ নেন বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই স্মার্ট শিশু কেন্দ্র গড়ার পাশাপাশি শিশু বিচারব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার উদ্যোগ নিয়েছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা।
বক্তারা সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, প্রতিষ্ঠান শাখার অতিরিক্ত পরিচালক মো. শহীদুল ইসলাম ও বিদ্যমান ৩টি শিশু উন্নয়ন কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের পরিচালক মোহা. কামরুজ্জামানসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।