1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশষ সংবাদ:
তাফসিরুল কুরআন মাহফিলের দাওয়াত দিলেন আজহারী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও লাখো মুসল্লির জুমার নামাজ আদায় দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে- উপদেষ্টা আসিফ মাহমুদ জাকজমকপূর্ণভাবে হয়ে গেল ডিআরইউ’র ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণী বেতারকে শক্তিশালী করতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার : তথ্য সচিব অনলাইন অ্যাপ চালু বিদেশিদের VoA প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা বায়ুদূষণ রোধে কঠোর অভিযান: প্রায় ১৪ কোটি টাকা জরিমানা , ইটভাটা বন্ধ ও পলিথিন জব্দ সরকারের উচিত গতিসীমা যথাযথভাবে বাস্তবায়ন করা: ইলিয়াস কাঞ্চন রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনসার বাহিনী- স্বরাষ্ট্র উপদেষ্টা

দানের ফজিলত-

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৮০ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক – কুরআনে এসেছে, ‘যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধনসম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। (সূরা বাকারা : ২৬১)। দানে ধন কমে না। রাসূল (সা.) জোর দিয়েই বলেছেন, ‘কোনো দান-সদকাই সম্পদে ঘাটতি সৃষ্টি করে না।’ (সহিহ মুসলিম : ২৫৮৮)।

দানের ফজিলতের ব্যাপারে অনেক হাদিসই বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসূল (সা.) বলেন, ‘প্রতিদিনই দুজন ফেরেশতা নেমে আসেন। তাদের একজন দোয়া করেন, আল্লাহ! যে দান করে তাকে আপনি আরও দিন। অপরজন দোয়া করেন- আল্লাহ! যে ধনসম্পদ আঁকড়ে ধরে রাখে, তার সম্পদ ধ্বংস করে দিন।’ (সহিহ বোখারি : ১৪৪২)।

তাছাড়া দান সদকা মানুষকে বিপদাপদ থেকেও রক্ষা করে এবং আল্লাহতায়ালার ক্রোধ দমিয়ে দেয়। রাসূল (সা.) এরশাদ করেন : ‘নিশ্চয়ই দান আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয় এবং অপমৃত্যু ঠেকায়।’ (জামে তিরমিজি : ৬৬৪)।

পক্ষান্তরে কৃপণতা খুবই মন্দ স্বভাব। কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। কুরআনে কারিমে এসেছে, ‘আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেন তাতে যারা কৃপণতা করে, এ কার্পণ্যকে তারা যেন মঙ্গলকর মনে না করে। বরং এটা তাদের জন্য অতি মন্দ। যে সম্পদে তারা কৃপণতা করে সে সম্পদ কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আর আল্লাহ আসমান ও জমিনের পরম স্বত্বাধিকারী। আর যা কিছু তোমরা কর; আল্লাহ সে সম্পর্কে জানেন। (আলে ইমরান : ১৮০)। আরও এরশাদ হয়েছে, ‘যারা স্বর্ণ-রোপ্য জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না। তাদের কষ্টদায়ক শাস্তির সংবাদ দাও।’ (সূরা তাওবা : ৩৪)।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews