নুরুল আমিন হেলালী : জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন। অতিথির বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠিতা সদস্য আতিকুর রহমান, উপদেষ্টা লায়ন গণী মিয়া বাবুল, ড. এসএম নূরুজ্জান।
স্মরণসভায় ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে মরহুমের কবর জিয়ারত ও খতমে কুরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। আলোচনা সভাশেষে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।