1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

ইসির সঙ্গে বৈঠকে বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার পঠিত হয়েছে
Oplus_131072

অনলাইন ডেস্ক – দীর্ঘ ছয় বছর নির্বাচন কমিশনে গেল বিএনপি। রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে যায় দলটির একটি প্রতিনিধি দল। মূলত নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করতেই দলটি সেখানে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি শুরু হয়েছে।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে চলা এ বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

আর বিএনপির পক্ষ থেকে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,  সালাহউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত নভেম্বরে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বতী সরকার। তাদের দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সঙ্গে প্রথম বৈঠক।

বৈঠকে যোগ দেওয়ার আগে সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমে বলেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ-কর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।’

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews