1. [email protected] : Masumasian :
  2. [email protected] : News Editing : News Editing
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশষ সংবাদ:
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে সেনাবাহিনী মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয় আরও দুই বিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড বিএনপির সমাবেশ.পল্টনের আশপাশে ব্যাপক যানজট শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় বেঁড়িবাধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

আমার সঙ্গে যেন আরও ১৫ বছরের চুক্তি করেন

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৯ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক – ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবির পর টালমাটাল এক সময়ে কোচের দায়িত্ব নিয়েছিলেন লিওনেল স্কালোনি। খাদের কিনারা থেকে টেনে তুলে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছেন, জিতিয়েছেন ব্যাক-টু- ব্যাক কোপা আমেরিকা শিরোপা। আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা কোচের তালিকায় জায়গা করে নেওয়া স্কালোনি আরো অনেক বছর জাতীয় দলের সঙ্গে থাকতে চান।

গত বছরের নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ জয়ের পর হঠাৎ আর্জেন্টিনার কোচের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। জানা যায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে। এমনকি ২০২৪ কোপার ড্র অনুষ্ঠানেও স্কালোনি থাকবেন না বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত অবশ্য ড্র-তে হাজির হয়েছিলেন তিনি।

সেই কোপা আমেরিকার শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত স্কালোনি এবার নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিলেন। ফাইনালের পর সংবাদ সম্মেলনে মুখে চওড়া হাসি নিয়ে স্কালোনি বললেন, ‘গত বছর আমার কঠিন সময় গেছে, ভালো অবস্থায় ছিলাম না। আমি এই কথা বলার কারণ, কয়েকমাস যাবৎ অচলাবস্থা ছিল। যখনই আমার কাছে সমস্যা মনে হয়েছে, আমি জানিয়েছি। তবে এখন ভালো আছি, আশা করছি এই পথচলা অব্যাহত থাকবে।’

এরপর খানিকটা মজার ছলেই স্কালোনি যোগ করেন, ‘জাতীয় দলে এখন অনেক এনার্জি দরকার, সত্যিকার অর্থে আমি এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার সঙ্গে আরও দুই বছরের চুক্তি আছে। প্রেসিডেন্টকে (ক্লদিও তাপিয়া) বলব যে আমার সঙ্গে যেন আরও ১৫ বছরের চুক্তি করেন।’

উল্লেখ্য, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এই শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের দেওয়া একমাত্র গোলে শিরোপা উঁচিয়ে ধরে আলবিসেলেস্তেরা।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews