1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

অবৈধ গ্যাস সংযোগে তিতাসের জিরো টলারেন্স ও জরিমানা আদায়’

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি – দেশব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে সক্রিয় অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস পিএলসি। রাজধানীসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধারাবাহিকভাবে এই অভিযান চলছে।

তিতাস গ্যাসের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ,সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদীসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়েছে।

চলমান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ১০ ফেব্রুয়ারী (সোমবার) ২০২৫ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়-এর নেতৃত্বে ও তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন জোবিঅ-সাভারের আওতাধীন মাদবরবাড়ি, টংগাবাড়ি, জিরাবো এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার ব্যাপী সংযোগ উচ্ছেদ করা হয় এবং প্রায় ৭৫০টি আবাসিক বার্নার বিচ্ছিন্ন করা হয়। এসময় ১৪৫০ মিটার পাইপ অপসারণ করা হয়। অভিযানে ০১ টি শিল্প প্রতিষ্ঠান, ০৪ টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ০১টি আবাসিক সহ মোট ৬টি পৃথক মামলায় সর্বমোট ৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে। উক্ত অভিযানে এ এস টেক্স নামীয় ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রায় ৪০০ ফুট সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে এবং প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। খাজানা হোটেল নামীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এর অবৈধ সংযোগের সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। আম্মাজান হোটেল নামীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এর অবৈধ গ্যাস সংযোগের সার্ভিস লাইন সোর্স পয়েন্ট হতে অপসারণপূর্বক কিল করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। আল্লাহ ভরসা হোটেল নামীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এর অবৈধ সংযোগের সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মা বাবার দোয়া হোটেল নামীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এর অবৈধ গ্যাস সংযোগের সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্থায়ী বিচ্ছিন্নকৃত মিটারবিহীন আবাসিক গ্রাহক কর্তৃক অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় গ্যাস সংযোগের সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত মিটারবিহীন আবাসিক গ্রাহককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, জনাব ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি-এর আওতাধীন আঞ্চলিক বিপণন বিভাগ-রুপগঞ্জ আওতাধীন গোলাকান্দাইল ও রুপসী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ০৩(তিন)টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ০৪ কিলোমিটার বিভিন্ন ব্যাসের লাইন পাইপ অপসারণ করা হয় এবং আনুমানিক ৬০০ টি বাড়ির প্রায় ১৫০০ টি আবাসিক চুলা, এবং ০১ টি ৭৮৬ মেগা বুস্টার নামক কয়েল ফ্যাক্টরি (লোড ২০০ঘনফুট/ঘন্টা) এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ৭৮৬ মেগা বুস্টার নামক কয়েল ফ্যাক্টরিকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাসের আওতাধীন জোবিঅ-কিশোরগঞ্জ,আবিবি-ভালুকা এলাকায় গত ১০ ফেব্রুয়ারী (সোমবার) ২০২৫ তারিখে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বকেয়ার জন্য ০২টি (আবাসিক) ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারকারী হিসেবে আরও ২টি সহ মোট ০৪টি গ্রাহকের ০৬ টি ডাবল বার্নার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাৎক্ষণিকভাবে বিল হিসেবে ৬৫,০১০/- টাকা বকেয়া গ্যাস বিল আদায় করা হয়েছে।

এছাড়াও, নারায়ণগঞ্জ ভিভিলেন্স ও জোবিঅ-ফতুল্লা-এর সংযোগ বিচ্ছিন্নকারী টিম এর যৌথ অভিযানে ফতুল্লা পোস্ট অফিস রোডে অবস্থিত মেসার্স রনি ডাইং ও নিউ সিটি ডাইং এর আরএমএসে অবৈধ হস্তক্ষেপের আলামত পরিলক্ষিত হওয়ায় গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠান দুটির মিটার ফিল্ড ক্যালিব্রেশন করা হয়। ফিল্ড ক্যালিব্রেশনে রনি ডাইনিং এর মিটারটি প্রায় ৮০% স্লথ ও নিউ সিটি ডাইং এর মিটার টি ৫০% স্লথ পাওয়া যায়।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৮২টি শিল্প, ১০৫টি বাণিজ্যিক ও ২৩,২২৫টি আবাসিকসহ মোট ২৩,৫১২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫৩,৮৭৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১১৯ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews