অনলাইন ডেস্ক – অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
স্থগিত করা লাইসেন্সের অধীন থানায় জমা না দেওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনীর হারানো ও লুট হওয়া অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার (৪ সেপ্টেম্বর) যৌথ অভিযান শুরু হয়েছে।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে বলা হয়েছে, কারো কাছে অবৈধ অস্ত্রের তথ্য থাকলে অনুগ্রহপূর্বক এ বিষয়ে পুলিশকে অবহিত করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ মহানগরীকে অবৈধ অস্ত্রমুক্ত করতে বদ্ধপরিকর। সেজন্য পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হচ্ছে।