1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

অপু বিশ্বাসকে কটাক্ষ করে পরীমণি বললেন ‘পরগাছা উকুন’!

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
অপু বিশ্বাসকে কটাক্ষ করে পরীমণি বললেন ‘পরগাছা উকুন’!

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাস আর পরীমণি, দুজনেই ঢালিউডে ব্যাপক আলোচিত ও সমালোচিত। অতীতে বহুবার এই দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। তারা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, আবার অপুর শত্রু বুবলীর বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় অবস্থান নিয়েছিলেন পরীমণি, এমন খবরও মিডিয়াপাড়ায় ভেসে বেড়ায়।

 

অপু বিশ্বাস নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ঢালিউডে আমরা পাঁচ বোন, আমি বড়, পরীমণি মেঝো, তমা মির্জা সেজো, এরপর পূজা চেরী ও সবার ছোট দীঘি।’

 

Pori-Apu.1পরীমণির বাসায় অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

 

তবে এই সাক্ষাৎকারের কিছুদিন পর পরীমণি তার সাক্ষাৎকারে বলেন, ‘আমি ঠিক বুঝি না অপুদি সত্যি আমাকে ভালোবাসে কি না!’

আর এবার একদম খোলা ময়দানে যা হলো, তাতে আর বুঝতে বাকী নেই অপু বিশ্বাস আর পরীমণির সম্পর্কটা আর আগের মতো নেই। শুধু তাই নয়, সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তার আঁচ পাওয়া গেছে পরীর পোস্ট করা ফেসবুক স্ট্যাটাসে।

 

Pori-Apu.2পরীমণি ও শরীফুল রাজের ছেলে রাজ্যকে দেখতে তাদের বাসায় গিয়েছিলেন অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

 

শনিবার (১ মার্চ) সকাল সকাল ঘুম থেকে উঠেই পরীমণি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘অ্যানাউন্সমেন্ট বোলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক’শ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে…’।

 

অনেকেই ভাবতে পারেন, এখানে তো কোথাও অপু বিশ্বাসের নাম নেই। তবে যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরন করেন তারা ঘটনাটি ঠিক ধরে ফেলেছেন। কারণ অপু বিশ্বাস গতকাল শুক্রবার দিনের বেলা একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তাতে একটি ঘোষণা ছিলো যে, ‘অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট’।

 

Pori-Apu.6

পরীমণি । ছবি: সংগৃহীত

ঘোষণা অনুয়ারি অপুর ফেসবুকে রাতের বেলা একটি রিলস ভিডিও প্রকাশ পায়। তাকে অপুকে সাদা আনারকলিতে লাস্যময়ী হিসেবে তুলে ধরা হয়। কেউ কেউ এই ভিডিওর প্রশংসাও করেন, আবার কেউ কেউ এতে পাঞ্জাবী গান ব্যবহারের সমালোচনা করেন।

 

এতোক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন, পরীর আজকের স্ট্যাটাসটি কাকে নিয়ে। পরীর কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, অপুকে খোঁজ দিলেন পরী।

 

Pori-Apu.4অপু বিশ্বাসের কোলে ছোট্ট রাজ্য। ছবি: সংগৃহীত

 

সম্পর্ক যে শুধু অপু-পরীর মধ্যে খারাপ হয়েছে তা নয়। ঘটনা আরও বিস্তারিত। কারণ অপুর এই নতুন ক্যাম্পেইন হলো কিবরিয়া বাই রাতুল নামের একটি পোশাক লাইনের। আর এটির স্বত্তাধিকারী হলেন গত কয়েক বছরে পরীর আশেপাশে থাকা কিবরিয়া ও রাতুলের। পরীকেও এই পোশাক লাইনের অনেক পোশাক পরতে দেখা গেছে। সেই লাইনের ঈদ ক্যাম্পেইনকে চায়নিজ ফোনের রিল ভিডিওর চেয়ে খারাপ বলা মানে, পরীর সঙ্গে যে কিবরিয়া-রাতুলেরও সম্পর্কটা আগের মতো নেই সেই ইঙ্গিত দেয়।

 

পরী শুধু অপুর কাজ নিয়েই সমালোচনা করেননি। তার স্ট্যাটাসের পরের অংশে অপুর ব্যক্তিজীবন নিয়ে কটুক্তি। পরী লিখেছেন, ‘অহংকার আর আত্ম-অহংকার এর তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের ফু টাং এর দিকে আগে আঙ্গুল দাও পিও। পৃথিবীতে অনেক বদনাম ঘুচে যায় একটা নামি নামের জন্যে, কিন্তু বদনামি কোন লোক নামি মানুষের নামে আসে না…’।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews