1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

এক বছর না যেতেই ত্যাগ ভুলে অপমানের চর্চা শুরু – সালাহউদ্দিন আহমদ

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে
সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক : জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানের এক বছর না যেতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অপমানসূচক বাক্য বিনিময়ের প্রবণতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এক বছর যেতে না যেতেই ত্যাগ-তিতিক্ষা ভুলে যাচ্ছি। পরস্পর পরস্পরকে অপমানিত করার সুযোগ খুঁজছি। কেন জানি না, আমাদের মধ্যে সেই চর্চা ইদানীং শুরু হয়ে গেছে।’

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আদর্শ প্রকাশনের আয়োজনে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল: অভ্যুত্থানের অজানা অধ্যায়’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করে সুবিধা নিচ্ছে একটি চক্র, যারা কখনোই বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়নি। তারা বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদকে স্বাগত জানাতে চায়।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পরে আর বিভক্তি চাই না। স্বাধীনতার পক্ষ-বিপক্ষের বিভাজন সৃষ্টি করে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে আওয়ামী লীগ। এখন সেই অস্ত্র আমরা আর ব্যবহার করতে পারি না। আমাদের দরকার একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ—জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য।’

আওয়ামী লীগ সম্পর্কে কড়া মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া ও ফ্যাসিস্ট শক্তি। তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তারা বাংলাদেশের প্রোডাক্ট নয়। তাই তাদের নিয়ে বেশি কিছু বলা অনুচিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিদেশি বন্ধু থাকতে পারে, কিন্তু প্রভু নয়। সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘জুলাই অভ্যুত্থান বিএনপির ধারাবাহিক আন্দোলনের ফসল। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন—যা থেকে মানুষ গত ১৬ বছর বঞ্চিত হয়েছে।’

সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক শামীমা সুলতানা, বাসস প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, আদর্শ প্রকাশনের প্রকাশক মাহাবুব রাহমান, অ্যাকটিভিস্ট সাইয়্যেদ আবদুল্লাহ, শহীদ মানিক মিয়া চৌধুরীর বাবা আনিস চৌধুরী এবং বইয়ের লেখক আবিদুল ইসলাম খান।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews