নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তৈরি পোশাক, জুতা, কনফেকশনারি ও ব্যাটারির দোকানসহ অন্তত ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
পোশাকের দোকানের মালিক মো. মুন্না বলেন, আমার দোকানে প্রায় ২৫-৩০ লাখ টাকার মাল ছিল। সব পুড়ে গেছে, আমি সর্বস্বান্ত।
আল আমিন ব্যাটারির মালিক ফরিদ মিয়া জানান, দোকানে প্রায় ৩০ লাখ টাকার ব্যাটারি ছিল, কিছুই আর অবশিষ্ট নেই।
কনফেকশনারির দোকান মালিক হান্নান জানান, ১২ লাখ টাকার মতো মাল ছিল। আগুন লাগার পর শুধু একটি ফ্রিজ বের করতে পেরেছি, বাকিসব পুড়ে ছাই।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগে হকারদের পুনর্বাসনের জন্য ৬৪২টি দোকানঘর নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ৩০টি দোকান আগুনে পুড়ে গেছে। এসব দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে দ্রুত উদ্ধার কার্যক্রম না চালালে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত।