1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

আর এমএলএসে মেসির নতুন রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক – ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির প্রতিটি ম্যাচ যেন নতুন কোনো কীর্তির জন্ম দিচ্ছে। এবারও তার ব্যতিক্রম হলো না। ন্যাশভিল এসসির বিপক্ষে জোড়া গোল করে মেসি শুধুই দলকে জেতাননি, বরং গড়েছেন এক নজিরবিহীন রেকর্ড; মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করার প্রথম খেলোয়াড় এখন তিনি। বাংলাদেশ সময় রোববার (১৩ জুলাই) সকালে ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত এই ম্যাচে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে জয় তুলে নেয়, আর দুটি গোলই আসে মেসির জাদুকরী বাঁ পা থেকে।

ম্যাচের ১৭ মিনিটেই আলো ছড়ান আর্জেন্টাইন মহাতারকা। অসাধারণ এক ফ্রি কিকে বল পাঠান সরাসরি জালে, যা তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল। ইন্টার মায়ামির হয়ে এটি তার ষষ্ঠ ফ্রি কিক গোল, আর এমএলএসে টানা ষষ্ঠ ম্যাচে গোল করার নজিরও গড়ে ফেলেছেন এদিন। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক জো উইলিসের একটি ভুল পাস কেড়ে নিয়ে আবারও নিখুঁত দক্ষতায় বল জালে ঠেলেন মেসি। যেন ভুল ধরিয়ে দেওয়া নয়, বরং প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার নিপুণ উপায় জানার নামই মেসি।

 

এই পারফরম্যান্সের মাধ্যমে ২০১২ সালের পর প্রথমবারের মতো কোনো লিগে টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করলেন তিনি। সেই সময় বার্সেলোনার হয়ে করেছিলেন ছয় ম্যাচে টানা জোড়া গোল, এবার মায়ামির জার্সিতে সেই পুরনো মেসিকে দেখা যাচ্ছে নতুন চেহারায়। ১৫ ম্যাচে ইতিমধ্যেই ১৬ গোল করে ফেলেছেন, যা চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে তাকে যৌথভাবে শীর্ষে বসিয়েছে। যদিও মেসি খেলেছেন ছয় ম্যাচ কম।

 

ন্যাশভিলের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন হানি মুখতার, অ্যান্ডি নাজারের কাছ থেকে পাওয়া এক পাসে। কিন্তু জয়টা শেষ পর্যন্ত ধরে রাখে মায়ামিই, যারা ধারাবাহিকভাবে জিতে পাঁচ ম্যাচের জয়ের রেকর্ড গড়েছে এবং পূর্বাঞ্চলীয় কনফারেন্সের শীর্ষ দুই দল ফিলাডেলফিয়া ও সিনসিনাটির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে মাত্র পাঁচ পয়েন্টে।

ম্যাচ শেষে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো মেসির ভূয়সী প্রশংসা করে বলেন, “সে যা করছে, আমরা ভাবতাম সেটা আর কখনও দেখা যাবে না। লিও এক বিশেষ খেলোয়াড়, ইতিহাসের সেরা।” সঙ্গে যোগ করেন, “বুসকেটস আর মেসির বোঝাপড়া অতুলনীয়—তারা একে অপরকে না দেখেও জানে কার কোথায় থাকা উচিত। দ্বিতীয় গোলটাই তার প্রমাণ।”

মেসির পায়ে বল থাকলে শুধু গোল আসে না, আসে ইতিহাস। আর সেই ইতিহাসেই বারবার নিজের নাম তুলছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews