স্পোর্টস ডেস্ক : আগামীকাল সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা অনুষ্ঠিত হবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পর তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মিরপুরে বিসিবি ভবনে আয়োজিত এই সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হতে পারে। সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়সূচির।
এছাড়াও, দেশের প্রতিটি বিভাগ থেকে উত্থাপিত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও আলোচনা হবে এবং চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
শ্রীলংকা সফরে কলম্বো টেস্টে হারের পর অধিনায়কত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। কালকের বোর্ড সভায় নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও আলোচনা হতে পারে।
এছাড়াও এইচপি (হাই পারফরম্যান্স) এবং গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রাম ও পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও বিসিবি পরিচালকরা আলোচনা করবেন।