1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

‘সৌদি লিগ বিশ্বের সেরা পাঁচের একটি’

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে
‘সৌদি লিগ বিশ্বের সেরা পাঁচের একটি’

স্পোর্টস ডেস্ক : পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, সৌদি আরবের লিগ বিশ্বের সেরা লিগগুলোর মধ্যে অন্যতম। বলতে পারেন বিশ্বের সেরা লিগগুলোর পাঁচের মধ্যে একটি হলো সোদি আরবের লিগ।

সম্প্রতি আল-নাসরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা দাবি করেন, ‘আমরা এখনও উন্নতির পথে আছি, তবে আমার মতে সৌদি লিগ এখনই বিশ্বের সেরা পাঁচটির একটি। ’

তিনি আরও বলেন, ‘গত দুই বছরে আমরা যা দেখিয়েছি, তাতে বোঝা যায় এই লিগ উন্নতির পথে রয়েছে। আমি খুশি, কারণ আমি জানি এই লিগ সত্যিই প্রতিযোগিতাপূর্ণ। ’

রোনালদো সমালোচকদের প্রতি কড়া জবাবও দিয়েছেন, ‘যারা সৌদি লিগে খেলেননি, তারাই এসব সমালোচনা করেন। ওরা ফুটবল সম্পর্কে কিছুই জানে না। যারা এখানে খেলেছে, তারা জানে আমি কী বলছি। ’

তিনি জানান, শুধু নিজের চুক্তির মেয়াদ নয়, বরং পুরো প্রজেক্টের ওপরই তার আস্থা আছে, ‘আমি শুধু আগামী দুই বছর নয়, ২০৩৪ সাল পর্যন্ত এই প্রজেক্টে বিশ্বাস করি। তখন সৌদি আরবে যে বিশ্বকাপ হবে, তা হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর আসর। ’

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ দাবি করেছে, রোনালদোর নবায়িত চুক্তিটি খেলাধুলার ইতিহাসে সর্বোচ্চ আর্থিক মূল্যের চুক্তি। এতে তার বেতন এবং অতিরিক্ত সুবিধাগুলোর পরিমাণ নজিরবিহীন।

সৌদি আরব আল-নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে রোনালদো পেতে যাচ্ছেন ৬৭৬ মিলিয়ন ডলার, যা ক্রীড়াজগতের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক চুক্তি।

চুক্তি অনুযায়ী রোনালদোর বার্ষিক নির্ধারিত বেতন ২৪৪ মিলিয়ন ডলার, অর্থাৎ দৈনিক হিসেবে তার আয় হবে ৬৭০,০০০ ডলার। সঙ্গে থাকছে ৩৩ মিলিয়ন ডলারের সাইনিং বোনাস, যা চুক্তির মেয়াদ পূর্ণ হলে বাড়বে আরও ২০ মিলিয়ন ডলার।

শুধু বেতন নয়, পারফরম্যান্স বোনাসেও চমক রয়েছে। প্রতিটি গোলে পাবেন ১.১০ লাখ ডলার, প্রতিটি অ্যাসিস্টে ৫৫ হাজার ডলার, যা দ্বিতীয় মৌসুমে আরও ২০ শতাংশ বাড়বে। ঘরোয়া লিগ ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতলে রোনালদো পাবেন যথাক্রমে ১১ ও ৯ মিলিয়ন ডলার। গোল্ডেন বুট জিতলেও থাকছে ৪ মিলিয়ন ডলারের বাড়তি পুরস্কার।

রোনালদোকে ক্লাবের ১৫ শতাংশ মালিকানাও দিচ্ছে আল-নাসর, যার বর্তমান মূল্য ৪৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

মাঠের বাইরে রোনালদোর জন্য থাকছে ১৬ জনের ব্যক্তিগত কর্মীদল—যেখানে থাকবেন নিরাপত্তারক্ষী, রাঁধুনি, ড্রাইভার, মালি প্রমুখ। এই দলের বার্ষিক খরচ প্রায় ২ মিলিয়ন ডলার। পাশাপাশি, রোনালদো ব্যবহার করবেন এক্সক্লুসিভ প্রাইভেট জেট, যার রক্ষণাবেক্ষণ ব্যয়ও বহন করবে ক্লাব; খরচ আনুমানিক ৫.৫ মিলিয়ন ডলার।

সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যকে সামনে রেখে রোনালদোকে ঘিরে তৈরি করা হচ্ছে এই বৃহৎ প্রজেক্ট। রোনালদোও জানিয়ে দিয়েছেন, তিনি শুধু ক্লাবের জন্য নয়, সৌদি ফুটবলের ভবিষ্যতের অংশ হিসেবেই কাজ করতে চান।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews