আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘ইসরায়েল যদি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ না করে, তবে ইরানও যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না।’ মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইআরএনএ’ এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে পেজেশকিয়ান বলেন, ‘আমরা যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল থাকব, তবে শর্ত হলো, ইসরায়েলকেও অবশ্যই এর শর্তাবলী মেনে চলতে হবে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক টেলিফোন আলাপের কথা জানিয়ে পেজেশকিয়ান আরও বলেন, ‘ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, তাহলে ইরানও তা করবে না।’
এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘নানা সমস্যা ও অভিযোগ থাকার সত্ত্বেও, ইরানি জনগণ আবারও প্রমাণ করেছে যে, শত্রুর আক্রমণের মুখে তারা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে।’
উল্লেখ, গত ১৩ জুন কোনো উসকানি ছাড়াই ইরানের ওপর ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। টানা ১২ দিনের ইসরায়েলের এই হামলায় ইরানের অন্তত ৬০৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে তেহরান।