বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী ও মডেল মীরাব আলী এবং জনপ্রিয় গায়ক আসিম আজহারের তিন বছর আগে সম্পন্ন হওয়া বাগ্দান শেষ পর্যন্ত ভেঙে গেছে। সপ্তাহখানেক আগেই বিচ্ছেদ ঘটে এই জুটির, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা গুঞ্জন ও আলোচনা।
বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন অসিম নিজেই। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে। তবে এ বিষয়ে মীরাব প্রথমে কোনো মন্তব্য না করলেও পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আল্লাহ সব জানেন। আর সেটাই যথেষ্ট।’
এই স্টোরিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই মীরাবের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। স্টোরির সঙ্গে তিনি একটি ফুলের ছবিও শেয়ার করেন, যাতে উৎসাহমূলক একটি বার্তা ছিল। ধারণা করা হচ্ছে, বিচ্ছেদের পর নিজেকে শক্ত রাখতেই এমন বার্তা দিয়েছেন তিনি।
এদিকে বিচ্ছেদের পরে মীরাবকে দেখা গেছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। সব মিলিয়ে বিচ্ছেদের পরও তিনি নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন বলে মনে করছেন ভক্তরা।