1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

ইনফ্লুয়েন্সার থেকে অভিনেত্রী ছোঁয়া

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে
অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

বিনোদন ডেস্ক : মডেলিং থেকে কনটেন্ট নির্মাণ, আর সেখান থেকে হঠাৎ করেই অভিনয়ে যাত্রা- এভাবেই নতুন প্রজন্মের অভিনেত্রী তাবাসসুম ছোঁয়ার ক্যারিয়ার শুরু। ধারাবাহিক ‘দেনা -পাওনা’র ‘নিপা’ চরিত্রের মাধ্যমে পেয়েছেন পরিচিতি। এখন দর্শকও তাকে সেই নামেই চেনে।

অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

২০২১ সালে বন্ধুর স্টার্টআপে মডেলিং করতে গিয়ে কনটেন্ট দুনিয়ায় পা রাখেন ছোঁয়া। শুরুতে ফুড ব্র্যান্ডের হয়ে রিল বানাতেন, ক্যামেরার সামনে যেমন ছিলেন, তেমনই ক্যামেরার পেছনের কাজ।

অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

পরিকল্পনা থেকে সম্পাদনা, সবই নিজেই সামলাতেন। তিনি বলেন, ‘ছাত্রাবস্থায় কাজ করতে ভালো লাগত। প্রতিটা ধাপে কিছু না কিছু শিখেছি, যা আমাকে সৃষ্টিশীল হতে শিখিয়েছে।’

অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

অভিনয়ে যাত্রাটাও ছিল হঠাৎ পাওয়া। সিনেমা হলে মজার কনটেন্ট করতে গিয়ে এক পরিচালকের নজরে পড়েন তিনি। পরিচালক শুটিংয়ের মাঝেই তাকে একটি দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেন।

অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

ছোঁয়ার ভাষ্যে, ‘তখন অভিনয়ের কোনো পরিকল্পনা ছিল না। স্রেফ কাকতালীয়ভাবে সুযোগটা আসে।’

কিছুদিন পরে সেই কাকতালীয় সুযোগই হয়ে ওঠে নিয়মিত কাজের সূচনা। ইউটিউব ধারাবাহিক ‘দেনা -পাওনা’র মাধ্যমে ছোঁয়া নিজের অবস্থান পাকাপোক্ত করেন।

অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমার কনটেন্ট দেখে ‘দেনা -পাওনা’র টিম থেকে যোগাযোগ করা হয়। গল্প শুনেই মনে হয়েছিল চরিত্রটা আমার ক্যারিয়ারের জন্য বড় সুযোগ হতে পারে। এখন বুঝি, সে ভাবনা ভুল ছিল না।’

অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

‘নিপা’ নামের চরিত্রেই এখন বেশি পরিচিত তিনি। ছোঁয়া বলেন, ‘পথে কেউ চিনে ফেললে নিপা বলেই ডাকে। আমি চঞ্চল প্রকৃতির হলেও নিপা ছিল একেবারে শান্ত -শিষ্ট। এই পার্থক্যটা বেশ উপভোগ করি।’

অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

নিজের অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক হিসেবে মায়ের নাম বলেন ছোঁয়া। জানান, ‘মা দর্শকের চোখ দিয়ে আমার কাজ দেখেন। ভুল ধরেন বেশি। আমি চাই, দর্শকরাও গঠনমূলক সমালোচনা করুক।’

অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

ভবিষ্যতে পরিচালনার ইচ্ছাও প্রকাশ করেন এই অভিনেত্রী। তবে এখনই নয়। তার মতে, এখনও তার শেখার সময়। পরিচালকদের কাজ দেখা, খুঁটিনাটি বোঝা- সবই চলছে ধাপে ধাপে।

অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews