1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

জুলাই অভ্যুত্থানে নিহত-আহতদের পুনর্বাসনে চূড়ান্ত অধ্যাদেশ অনুমোদন

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসনের জন্য প্রণীত অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

একই সঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংশোধিত অধ্যাদেশের খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশের খসড়াটি পুনর্গঠন ও সার্বিক পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।

কমিটিকে সচিবালয়িক সহায়তা দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য, বৃহস্পতিবারের বৈঠকে এই দুটি অধ্যাদেশ ছাড়াও আরও কয়েকটি নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে, ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪, লোক্যালি লেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক এবং জাতীয় জীন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪।

এসব নীতিমালা প্রণয়নে গঠিত উপদেষ্টা কমিটির প্রতিবেদন বৈঠকে গ্রহণ করা হয়।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews