অনলাইন ডেস্ক – হ্যাকারের কবলে পড়ার পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ওয়েবসাইটটি আক্রান্ত হয় বলে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান।
সকাল ৯টার দিকে অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটের বাংলা ভার্সন ঠিকঠাক দেখালেও ইংরেজি ভার্সনে ক্লিক করলে সেটি ‘হ্যাকড’ দেখাচ্ছিল।
সেখানে লেখা ছিল- HACKED BY ODIYAN911. ~TE4M UCC INDIAN H4CKERS ~, Behind Every Mask, There is a Face And Behind That, A Untold Story. PLAY music।
ওয়েবসাইটের নিচ দিয়ে স্ক্রল যাচ্ছিল- ODIYAN & SOLVEIG & SHUBH & BINARY-USER & ZODIAC & H3ROIC-CHAD & ANON_SEC_101.
দুপুর ১টার দিকে অধিদপ্তরের বাংলা ও ইংরেজি দুই সংস্করণেই প্রবেশ তথ্য ঠিকঠাক পাওয়া গেছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আমাদের আইটি টিম সেটা উদ্ধার করেছে। সবাই জানতে চায়, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে। সেটা জানার জন্য আমাদের আরও সময় লাগবে।