স্পোর্টস ডেস্ক : চূড়ান্ত হয়ে গেছে এসএ গেমসের তারিখ। জানুয়ারিতে শুরু হতে যাওয়া এই গেমসের আগে নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস এবং তারও আগে রয়েছে এশিয়ান যুব গেমস। এই তিন গেমসকে সামনে নিজেদের প্রস্তুতি গুছিয়ে এনেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
এই গেমসগুলোর জন্য খেলোয়াড়রা যেন সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পান, সেজন্য প্রস্তুতি পরিকল্পনা তৈরি করেছে সংস্থাটি। এর অংশ হিসেবে খসড়া বাজেটও জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দিয়েছে বিওএ। তিনটি গেমসের জন্য প্রশিক্ষণ খাতে ৫০ কোটি টাকার বাজেট চাওয়া হয়েছে।
দেশে এখনো বৈশ্বিক আসরগুলোর জন্য প্রস্তুতির ঠিকঠাক কাঠামো গড়ে ওঠেনি জানিয়ে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আসলে যেমনটা হওয়া উচিত, শীর্ষ অ্যাথলেটরা সারা বছর অনুশীলনের মধ্যে থাকবে। গেমস এলে তখন আর নতুন করে কিছু শুরু করতে হবে না। কিন্তু আমাদের দেশে তো সেই চর্চা নেই।
প্রতিটা গেমসের আগে প্রশিক্ষণ নিয়ে দুশ্চিন্তা, অর্থ নিয়ে দুশ্চিন্তা।’
তিনি জানিয়েছেন, আগামী মাসে বিওএর কার্যনির্বাহী কমিটির সভায় খসড়া এই বাজেট চূড়ান্ত হবে।
প্রসঙ্গত, পাকিস্তানে এবারের এসএ গেমসে ২৬টি ডিসিপ্লিনে খেলা হবে। দুই-একটি বাদে বাংলাদেশের প্রা সবকটি ডিসিপ্লিনেই অংশ নেওয়ার কথা রয়েছে।