স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৮ বছর পর মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠেছে গতকাল। তবে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে আজ। আর নাজমুল শান্তদের মাঠে নামার পূর্বে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানানো হয়। পোস্টে সারাহ কুককে বাংলাদেশের জার্সি পরিধানে দেখা যায়।
আজ বাংলাদেশের খেলোয়াড়রা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ দল পাকিস্তানে চলে যাবে, সেখানে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে তারা।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক প্রতিযোগিতায় আইসিসি ইভেন্টে বাংলাদেশ একমাত্র ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল। এরপর থেকে প্রায় ১৮ বছর ধরে বাংলাদেশ ভারতকে আইসিসি টুর্নামেন্টে পরাজিত করতে পারেনি।