1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

ইলন মাস্কের গোপন সন্তানের দাবি নিয়ে তরুণী, যা জানা গেল

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে
ইলন মাস্কের গোপন সন্তানের দাবি নিয়ে তরুণী, যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক : আবারো আলোচনায় আসলেন ইলন মাস্ক। এবার ১৩ তম সন্তানের জনক হলেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ক্যাম্পেইনে অংশ নেওয়া এক ইনফ্লুয়েন্সারের সন্তানের পিতা হয়েছেন তিনি। তবে সেটা সাম্প্রতিক কোনো ঘটনা নয়। পাঁচ মাস আগের কথা। প্রথমে বিষয়টি চেপে গেলেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে গোপনীয়তা ভেঙে মাস্ক এবার সন্তানের কথা জানালেন বিশ্ববাসীকে।

হিন্দুস্তান টাইমস জানায়, এ বিলিয়নিয়ার সম্প্রতি এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এবং অ্যাশলে সেইন্ট ক্লেইর দীর্ঘদিন ধরে সন্তান জন্মের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানিয়েছেন।

শুক্রবার, ২৬ বছর বয়সী অ্যাশলে অনাকাঙ্খিত এ ঘোষণা দেন। তার মুখপাত্র ব্রায়ান গ্লিকলিচ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন উভয়পক্ষ একত্রে অভিভাবকত্বের বিষয়ে সম্মত হয়েছেন।

Elon Musk breaks silence after conservative influencer Ashley St. Clair  claims she gave birth to his 13th child

গ্লিকলিচ আরও বলেন, দুইপক্ষই বিষয়টি গোপন রাখতে চাইলেও একটি ট্যাবলয়েড পত্রিকার রিপোর্টার অনবরত অ্যাশলেকে এ সব বিষয়ে প্রশ্ন করতে থাকলে তা আর গোপনীয় রাখা সম্ভব হয়নি।

মাস্কের বর্তমান বয়স ৫২ বছর। তার ১২ টি সন্তান রয়েছে। তিনটি স্ত্রী রয়েছে মাস্কের। প্রথম স্ত্রী জাস্টিনের রয়েছে ৫ টি সন্তান। দ্বিতীয় স্ত্রীর কাছে থেকে তার ৩ টি সন্তান রয়েছে। তৃতীয় স্ত্রীর কাছে তার চারটি সন্তান রয়েছে।

যদিও মাস্কের প্রাক্তন স্ত্রী বা সন্তানরা এবিষয়ে কোনও মন্তব্য করেননি। তারা মনে করেন এটি মাস্কের ব্যক্তিগত বিষয়। সেখানে তারা হস্তক্ষেপ করবেন না। তার প্রতিষ্ঠানে বহু মহিলা কাজ করেন। তাদের সঙ্গে মাস্কের কী সম্পর্ক তা নিয়ে তারা মাথা ঘামাতে চান না। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছে। সকলেই জানতে চাইছেন মাস্কের ১৩ তম সন্তান সম্পর্কে। কে সত্যি কথা বলছেন সেটা বোঝাই এখন দায়।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews