1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

টানা দ্বিতীয় বিজয়ে আনন্দ উল্লাস বইছে বরিশালে

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত হয়েছে
Oplus_131072

অনলাইন ডেস্ক –  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে ফরচুন বরিশালের টানা দ্বিতীয় বিজয়ে আনন্দ উল্লাস বইছে বরিশালে।

আজ শুক্রবার খেলা উপলক্ষে বরিশালের বিনোদন কেন্দ্রসহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী।

বিজয়ের পরই নগরবাসী ভুভুজেলা, ঢোলসহ নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে নগরীর সড়কে মিছিল নিয়ে উল্লাসে মেতে উঠে। নির্বিঘ্নে খেলা উপভোগের জন্য গুরুত্বপূর্ণ মোড়, বিনোদন কেন্দ্র, পাড়া-মহল্লায় বসানো হয়েছে বড় পর্দা। পাশাপাশি রাতভর উৎসবের আনন্দে মেতে করেছে পিকনিক।

নগরী ঘুরে দেখা যায়, নগরীর বিবির পুকুর পাড়, বেলস পার্ক, নতুন বাজার টেম্পুস্ট্যান্ড, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজসহ পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখেছেন নগরবাসী।

নগরীর বাসিন্দা ইমন বলেন, ফরচুন বরিশালের দ্বিতীয় বিজয় এ অঞ্চলকে আবারো নতুনভাবে পরিচয় করিয়ে দিল। ঐতিহ্যের এ নগরী ক্রীড়াঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের এ ধারাবাহিকতা বজায় থাকুক।

নগরীর রূপাতলীর বাসিন্দা ইমতিয়াজ অমিত বলেন, প্রতিযোগিতামূলক চমৎকার এ খেলায় বরিশালের বিজয়ে আমরা আনন্দিত। খেলা উপলক্ষে পিকনিক-আলোকসজ্জা করে দিনটি আনন্দে পার করেছি। শেষ সময়ে ফরচুন বরিশালের বিজয়ে সেই আনন্দ বহুগুণ বেড়ে গেছে।

এদিকে খেলা উপভোগকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করেছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews