রুমা আক্তার – শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ রবিবার (৩০ জুন) চলতি বছরের এ পরীক্ষার প্রথম দিনেই দেখা দেয় বৃষ্টি। এতে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা ভোগান্তির সম্মুখীন হয়েছেন।
বৃষ্টির মধ্যে কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে পরীক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করতে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়েছে মতিঝিল ট্রাফিক বিভাগ। পরীক্ষার্থী ও অভিবাবকরা যাতে বাধাহীনভাবে পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন সে লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক একাধিক সভা ও প্রচারণা চালিয়েছে মতিঝিল ট্রাফিক বিভাগ।
মতিঝিল ট্রাফিক বিভাগের অভ্যন্তরে ৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এগুলো হলো- আবুজর গিফারী কলেজ, মালিবাগ, খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, পোস্ট অফিস হাই স্কুল, মতিঝিল, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, বাসাবো, সবুজবাগ সরকারী কলেজ, সবুজবাগ।
মতিঝিলি ট্রাফিক বিভাগের অন্তর্গত রাস্তার বিদ্যমান বাস্তবতা উল্লেখ করে পরীক্ষার্থীদের ও অভিভাবকবৃন্দের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে করণীয় সম্পর্কে গত ২৮ জুন ট্রাফিক মতিঝিল বিভাগের ফেসবুক পেইজে একটি পোস্টও দিয়েছিলো ট্রাফিক বিভাগ। পোস্টটি মতিঝিল ট্রাফিক বিভাগের অন্তর্গত ৬ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে ব্যক্তিগতভাবে ফরোয়ার্ড করা হয়েছিল যাতে তারা নিজস্ব/গার্ডিয়ান গ্রুপে প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট সকলে প্রয়োজনীয় ট্রাফিক গাইড লাইন পেতে পারেন।
আজ সকাল থেকেই মতিঝিল ট্রাফিক বিভাগের সদস্যরা পরীক্ষার্থীদের স্ব স্ব কেন্দ্রে পৌঁছে দেয়ার লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে অর্পিত দায়িত্ব পালন করেন। মুষলধারে বৃষ্টির মধ্যেও মতিঝিল ট্রাফিক বিভাগের তৎপরতা প্রশংসার দাবি রাখে।