নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায়, সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৬ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে উপস্থিত হয়েছিলেন তাপসী তাবাসসুম ঊর্মি। সেই সময় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এবং তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে ৪ ফেব্রুয়ারি শুনানির জন্য নির্ধারণ করেন। একইসাথে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করা হয়।
এর আগে, গত ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি রেকর্ডের পর আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার এবং নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য ফেসবুকে লিখেছেন। এর ফলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয় এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি হয়েছে।