1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

ছাত্রনেতাদের সামনে কী মহাবিপদ! পিনাকীর আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব, ব্লগার এবং লেখক পিনাকী ভট্টাচার্য দেশের চলমান অবস্থা এবং ছাত্রনেতাদের নেতৃত্ব নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। যার শিরোনাম- ‘ছাত্রনেতাদের সামনে কী মহাবিপদ!’

সোমবার (২০ জানুয়ারি) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আঠারো মিনিটের এই ভিডিওটি পোস্ট করা হয়।

পিনাকী ভট্টাচার্য ভিডিওর শুরুতেই বলেন, বিপ্লব যে বেহাত হবে, আমি ছয় তারিখ থেকে বলা শুরু করেছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেলগুলো দেখেই বুঝবেন। যেখানে দায় এবং অভিজ্ঞতা থেকে আমি ছাত্রদের নানা পরামর্শ দিচ্ছিলাম।

নব্বইয়ের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরাও নব্বইয়ের গণঅভ্যুত্থান করেছি। আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয়- সে জন্যই বলেছিলাম। আমি বলেছিলাম শুভ দিনের শপথ না নিয়ে নতুন রিপাবলিক প্রোক্লেম করে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বিপ্লবের সঙ্গে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে বলছিলাম। পুলিশ পালায় গেছে, ওদের আর ফিরাই আনার দরকার নাই।

আঠারো থেকে আটাশ বছরের ছাত্রদের দিয়ে এলাকায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক। সেখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম, ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক- সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে। তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি- ছাত্রদের এই জয় জয়কার থাকবে না, বলি নাই?

পিনাকী আরও বলেন, আমি বলেছিলাম, এত নারী অংশ নিল। তাদের নিয়ে জাতীয় কনভেনশন কর। একটা নারী ঘোষণা তৈরি কর। হয়েছে? হয় নাই। বিজয় অর্জিত হয়েছে। তারে কনসোলিডেটেড করো। আমি বকেউল্লাহ বকেই গেছি আর ছাত্ররা শোনাউল্লাহ শুনেই গেছে। আহতদের চিকিৎসা, শহীদের অনুদান কোনো কিছুই হচ্ছে না।

পিনাকী ভট্টাচার্যের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews