রুমা আক্তার – শুক্রবার (১৪ জুন) ঈদের ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে সিএনজিতে করে সায়েদাবাদ রওনা হলে আলিফ আহমেদ (২২) নামে এক ব্যাক্তির মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় সিএনজি চালককে আটক করে ট্রাফিক পরিদর্শক আনন্দ রায়।
জানা যায়,ভুক্তভোগী যাত্রী একজন ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে। তার পিতার নাম মোজাম্মেল হক।
এ বিষয়ে ট্রাফিক পরিদর্শক আনন্দ রায় বলেন – ঈদের ছুটিতে সিএনজি তে করে বাড়ি তে যাওয়ার উদ্দেশ্যে সায়েদাবাদ আসতেছিল , যানজটের কারণে ড্রাইভার গোলাপবাগ এর আগে ডিসি ওয়ারী স্যারের অফিসের সামনে নামিয়ে দিতে বাধ্য করে এবং ভুক্তভোগী যাত্রীর সাথে খারাপ আচরণ করে,তার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি টা কে আটকানোর জন্য সিএনজি যে ঝুলে পড়ে এবং জনগণের সহযোগিতা নিয়ে চালক কে আটক করে আমার কাছে সহযোগিতা চাইলে আমি তাৎক্ষণিক তাকে সহযোগিতা করার জন্য ঘটনাস্থলে যাই এবং আমার গোলাপবাগ ট্রাফিক পুলিশ বক্স এখানে নিয়ে আসি এবং যাত্রাবাড়ী থানায় প্রেরণ করি।