অনলাইন ডেস্ক – ফরচুন বরিশালের ষষ্ঠ ম্যাচটা তামিম ইকবালময়ই হয়ে রইল। শুরুতে তামিম, মাঝে, শেষেও তামিম। তিনি যেমন শিরোনাম কেড়েছেন ইতিবাচক কারণে, তেমনি নেতিবাচক কারণেও হয়েছেন সমানভাবে। সবশেষ তিনি আলোচনায় এসেছেন পুরস্কার নিতে না গিয়ে।
৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলায় তামিমের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। তবে পুরস্কারটা যখন তুলে দেওয়ার সময় হলো হাতে, তখন তামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পুরস্কারটা নিতে গেছেন নাজমুল হোসেন শান্ত।
পুরস্কার বিতরণী মঞ্চে তার যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি। পরে সঞ্চালক বললেন, ‘তামিম এখানে নেই, তার বদলে আছেন নাজমুল হোসেন শান্ত।’
তামিমের বদলে শান্তর পুরস্কার নিতে যাওয়া অনেকগুলো প্রশ্ন উসকে দিচ্ছিল। তামিম কি তবে চোট পেলেন? নাকি তিনি বেশি ক্লান্ত হয়ে পড়েছেন? নাকি অন্য কোনো কারণ যা তাকে পরের ম্যাচ থেকে ছিটকে দিতে পারে? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সাগরিকায়।
তবে প্রথম দুটো প্রশ্নের জবাব মেলে কিছুক্ষণ পরই। তামিম আসেন সংবাদ সম্মেলনে। তিনি যে চোটগ্রস্থ কিংবা ক্লান্ত নন, তা নিশ্চিত হওয়া গেছে তখন।
তাহলে কী হয়েছিল পুরস্কার বিতরণীর সময়? বরিশাল সূত্র জানায়, আসলে কারণটা তামিমের বিরক্তি। তিনি যখন ওখানে ছিলেন, তখনও পুরস্কার বিতরণী মঞ্চে আসেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তার আসতে কিছুটা সময় লেগেছে। তামিম তাতেই অধৈর্য হয়ে সে জায়গা ছেড়ে চলে যান ড্রেসিং রুমে। যে কারণে তাকে নিয়ে আলোচনার সৃষ্টি হয় আবারও।
এর আগে তামিম ব্যাটিংয়ের সময় বিবাদে জড়িয়ে পড়েন সাব্বির রহমানের সঙ্গে। যদিও তা বড় কিছুতে রূপ নেয়নি শেষমেশ। তামিম পরে ফিফটি করে বরিশালকে জয়ের খুব কাছে নিয়ে যান। ম্যাচ সেরার পুরস্কারটা এ কারণেই ওঠে তার হাতে।