স্পোর্টস ডেস্ক : উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। যা দেশের ক্রিকেটের জন্য এক অনুপ্রেরণা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, মাত্র ৭ ম্যাচ খেলেই এই তালিকায় স্থান পাওয়ায় তাকে নিয়ে উচ্ছ্বাসের ঝড় চলছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে ওয়ানডে ম্যাচের সংখ্যা ছিল সীমিত, তবে তাসকিন আহমেদ ৭ ম্যাচে ৫.৩ ইকোনমিতে ১৪ উইকেট নিয়ে দারুণ পারফর্ম করেছেন, যা তাকে এই সম্মান এনে দিয়েছে।
তাসকিনের সাথে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার—পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, এবং ইংল্যান্ড থেকে একাধিক ক্রিকেটার স্থান পেয়েছেন এই তালিকায়।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার এই তালিকায় স্থান পাননি। কারণ ২০২৪ সালে তাদের ওয়ানডে ম্যাচ সংখ্যা ছিল খুবই কম।
তাসকিনের এ অর্জন বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয় এবং তার দুর্দান্ত পারফরম্যান্সে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন।