রুমা আক্তার – আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রাজধানীর অস্থায়ী কোরবানির পশুরহাট কেন্দ্রিক ও আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ জুন) ট্রাফিক মতিঝিল বিভাগের অফিস সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত স্টেকহোল্ডারদের সম্মুক্ষে নিম্নেবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়-
১. পশুরহাটের জন্য নির্ধারিত স্থানের চৌহদ্দি/সীমানার মধ্যে যাতে হাটের পরিধি সীমাবদ্ধ থাকে সেজন্য ইজারাদার নিশ্চয়তা বিধান করবেন।
২. পশুরহাট বসানোর মাধ্যমে যানবাহন ও পথচারীদের চলাচলের কোন প্রকার বিঘ্ন সৃষ্টি করা যাবে না।
৩. ইজারাদারগণ জোর পূর্বক কোন পশুকে হাটে প্রবেশ করানোর চেষ্টা করতে পারবেন না এবং হাটের আশেপাশের সড়কপথ দিয়ে গমনকারী কোন পশুর উপর জোর পূর্বক কোন হাসিল (ফিস) আদায় করতে পারবেন না।
৪. রাস্তায় যান ও জন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এমন কোন জায়গায় র্যাম্প তৈরী করে গবাদি-পশু ট্রাক হতে লোড-আনলোড করা যাবে না এবং গবাদি পশুর বিভিন্ন খাবার যথা- খড়কুটো, ভূষি, পানি, বিভিন্ন ঘাস কোন মতেই প্রধান সড়কে/ফিডার রাস্তায় এমনভাবে রাখা যাবে না যা যান ও জন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।
অস্থায়ী কোরবানি পশুর হাটের ইজারাদারদের নিয়ম মেনে হাট পরিচালনার নির্দেশনাসহ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে ট্রাফিক মতিঝিল বিভাগ ।