স্পোর্টস ডেস্ক : বিপিএলের শুরু থেকেই যেন রংপুর রাইডার্সকে থামাতে পারছে না কেউই। টানা সাত ম্যাচ জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। সেই সঙ্গে তারা এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। মাঠে যেমন তারা দাপট দেখাচ্ছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব রয়েছে দলটি। একের পর এক পোস্টে তারা ভক্তদের মন জয় করছে।
সোমবার (১৩ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিরুদ্ধে খেলতে গিয়ে রংপুর থামানোর সুযোগ ছিল খুলনার সামনে। তবে ৩ ওভারে ২২ রান করতে হলেও ৭ উইকেট হাতে থাকা সত্ত্বেও তারা ৬ উইকেট হারিয়ে মাত্র ৮ রানে হেরে যায়।
এমন দারুণ জয়ের পর খুলনা টাইগার্সকে নিয়ে রংপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার পোস্ট শেয়ার করে। সেখানে একটি বাঘের চামড়া খুলে রোদে শুকাতে দেখা যায়। ছবির মধ্যে লেখা ছিল, “গরম লাগছে,” এবং ক্যাপশন ছিল, “ঐ বাঘ মামা, না প্লিজ!”।
এর আগেও, ফরচুন বরিশালকে দুইবার হারানোর পরও রংপুর তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার পোস্ট করেছে। ‘বরিশালের লঞ্চে ধাক্কা’ এবং ‘পোস্ট ডিলিট কর, সমস্যা হবে’—এমন ছবি যা বেশ ভাইরাল হয়েছিল।