বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘ময়না’। অনেক আগেই এর শুটিং সম্পন্ন হলেও নানা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘ময়না’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ময়না’ দিয়েই ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে নবাগত নায়িকা রাজ রিপার।
সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে সিনেমার অফিশিয়াল ফার্স্ট লুক পোস্টার। অর্নীল হাসান রাব্বির তত্ত্বাবধানে এই পোস্টারে রাজ রিপাকে দেখা যাচ্ছে বেশ গ্ল্যামারাস এবং আবেদনময়ী অবতারে।
পোস্টারে রিপার সঙ্গে আছেন চিত্রনায়ক আমান রেজা। সিনেমাটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। বিশেষ চরিত্রে শিশির সরদার, এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর প্রমুখ।
এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে ‘ময়না’। দক্ষিণ কোরিয়ার ২১ তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, আফফান মিতুল, আরেফিন জিলানী, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা।