বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। গত বছরের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন রূপসা-সায়নদীপ। যদিও তাদের আইনি বিয়ে ২০২৩ সালে হয়েছিল। অক্টোবরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। গাঁটছড়া বাঁধার মাস ঘুরতে না ঘুরতেই অন্তঃসত্ত্বার খবর জানালেন অভিনেত্রী।
অভিনেত্রী জানিয়েছেন, যখন থেকে জানতে পেরেছি মা হতে চলেছি, এত দ্রুত দিনগুলো পেরিয়েছে কিছু উপলব্ধি করতে পারিনি। তখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ফাইনালি সবাইকে সুখবরটা দিলাম, তখন মনে হয়েছে আমি অনুভব করতে পারছি সত্যি আমি মা হতে যাচ্ছি। সবাই অভিনন্দন বার্তা জানাচ্ছেন, প্রতিদিন বুঝতে পারছি আমার ভেতরে একটা প্রাণ বেড়ে উঠছে। এই অনুভূতিগুলো তো প্রথমবার অনুভব করছি, ভাষায় বলে বোঝাতে পারব না।
রূপসা-সায়নদীপ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তারা দুজনেই ঘরোয়া পোশাকে আছেন। পুরো বাড়ি টুনি লাইট এবং নীল গোলাপি বেলুন দিয়ে সাজানো। সামনে রাখা একটি ট্রেতে বাচ্চাদের জুতো। অভিনেত্রীর হাতে একটি কেক যেখানে লেখা- ‘হবু মা বাবা।’
এই ছবিগুলো পোস্ট করে সায়নদীপ লেখেন- ‘আহেম, আহেম! আশা করি সবাই চলে এসেছেন এখানে। এখন থেকে প্রতিটা শিশু দিবস আমাদের জন্য খুব বিশেষ হবে। কারণ আমাদের জুনিয়র আমাদের সঙ্গে থাকবে। জুনিয়র শীঘ্রই আসছে। আমাদের আশীর্বাদ, শুভ কামনা, ভালোবাসা দেবেন।’
রূপসা-সায়নদীপের এমন পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য শুরু হয়। সমালোচনা নিয়ে অভিনেত্রী বলেন, আমার জীবনটা খোলা খাতার মতো, সেটা ভক্তদের জন্য হোক বা সোশ্যাল মিডিয়ায়। লুকানোর জায়গা নেই! আর মানুষ লুকায় কখন, যখন ভুল করে বা বলতে দ্বিধাবোধ করে। আমি তো কোনো ভুল করিনি, এটা আমার কাছে খুশির খবর।
অভিনেত্রী আরও বলেন, আমি তো এটা ভেবে উত্তেজিত যে, আরও একটা বন্ধু পেতে যাচ্ছি। আমরা এত কম বয়সে মা-বাবা হচ্ছি। আমরা একসঙ্গেই বড় হব।