বিনোদন ডেস্ক : ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলেসের বড় অংশ পুড়ে ছাই। হলিউডের নামী তারকাদের অনেকের ঘর-বাড়িও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি বাসিন্দা। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১১।
এমন প্রাকৃতিক দুর্যোগে যে যার সাধ্যমতো বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। এর মধ্যে নিজের বাড়ির দরজা খুলে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
সূত্রের বরাতে পিপল ম্যাগাজিন বলছে, লস অ্যাঞ্জেলেসের গৃহহারা বন্ধুদের জন্য বাড়ির দরজা খুলে রেখেছেন ‘মেলফিসেন্ট’ অভিনেত্রী।
জোলির ঘনিষ্ঠরা বলছেন, যারা তাদের বাড়ি-ঘর হারিয়েছেন বা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আবেগাপ্লুত অ্যাঞ্জি। তিনি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন, এমনকি যাদেরকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছিল—এমন বন্ধুদের জন্য তার বাড়ি উন্মুক্ত করে দিয়েছেন।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডে দাবানল শুরু হয়। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক।
জোলির মতো অন্যান্য সেলিব্রিটিরাও দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী হ্যালি বেরি তার এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, দাবানলে বিপদগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণে ‘সেনিটারি ক্লোজেট’ বিতরণ করেছেন তিনি।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারিও। এলএ থেকে বাস্তুচ্যুত প্রিয়জনদের জন্য তারা নিজেদের বাড়ি খুলে দিয়েছেন।
অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেমি লি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট। কেউ কেউ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খাদ্য সহায়তা দিয়েও পাশে দাঁড়িয়েছেন।
ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা শেফ জোসে আন্দ্রেসের সঙ্গে দেখা গেছে বেন অ্যাফ্লেকের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারকে। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি।
এ ছাড়া লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১৮৩ কোটি টাকা (১৫ লাখ ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াল্ট ডিজনি। এ অনুদান যাচ্ছে অগ্নিনির্বাপক বিভাগের ফাউন্ডেশন ও আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায়।