1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

টেকনাফে সরকারি কাজের সময় ১৯ শ্রমিক অপহরণ

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮ বার পঠিত হয়েছে
টেকনাফে সরকারি কাজের সময় ১৯ শ্রমিক অপহরণ
??????????????????????????????????????

নিউজ ডেস্ক : অপহরণ করে মুক্তিপণ আদায়,অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন‍্য গহীন পাহাড়ে নিয়ে বন্ধি করে রাখা এবং নারীদের যৌন হয়রানি করা এখন সীমান্ত উপজেলা টেকনাফের নিত‍্য নৈমিত্তিক ব‍্যাপার হয়ে দাঁড়িয়েছে।দিন দিন অপহরণ অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে টেকনাফ।তারই সুত্র ধরে আজকেও কক্সবাজার টেকনাফে সরকারি পাহাড়ে কাজ করতে গিয়ে ১৯ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা।টেকনাফের ইতিহাসে স্বরণকালের সবচেয়ে ভয়ংকর অপহরণ বলে জানান বিশিষ্ট জনেরা। টেকনাফের হ্নীলা ইউপির জাদিমুড়া এলাকার পশ্চিম পাহাড়ে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে এ তথ‍্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শেখ এহসান উদ্দিন।

অপহ্নত শ্রমিকরা হলেন, মুছনি রোহিঙ্গা ক‍্যাম্পের ব্লক বি/৬ এর আনসার উল্লাহ, আইয়ুব খান, আইয়ুব আলী, আয়াত উল্লাহ, ক‍্যাম্প ২৬ এর শামশু, ইসলাম, শামছু, ইসমাইল, মো. হাশম, নুর মোহাম্মদ, সৈয়দ আমিন, শফি উল্লাহ, মো. আয়ুব, মাহতা আমিন, সাইফুল ইসলাম, মো. সৈয়দ ও মো. রফিক।

তিনি জানান, টেকনাফ ফরেস্ট বীটের রেঞ্জ অফিসারের মাধ‍্যমে জানতে পারি যে হ্নীলা মুছনী জাদিমুড়া এলাকার পশ্চিমে সরকারি কাজ করতে গেলে পাহাড়ি দুর্বৃত্তরা মোট ১৯ জন শ্রমিককে অপহরণ করে পাহাড়ের চুড়াই নিয়ে যায়।তবে এখনও সন্ত্রাসীদের পক্ষ থেকে কেউ মুক্তিপণ বা যোগাযোগ করেনি।তাদের উদ্ধার প্রক্রিয়া চলছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews