1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

বন্ধ হয়ে গেল উত্তর গাজার সর্বশেষ হাসপাতাল

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত হয়েছে
বন্ধ হয়ে গেল উত্তর গাজার সর্বশেষ হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর এলাকায় সর্বশেষ হাসপাতালের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) কামাল আদওয়ান হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও হামাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে যে, উত্তর গাজায় প্রায় সব হাসপাতালের কার্যক্রমই বন্ধ রয়েছে। সর্বশেষ কামাল আদওয়ান হাসপাতালেও হামলা চালানোর কারণে এর কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, অক্টোবরে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় বিস্তৃত অভিযান শুরু করার পর থেকে হাসপাতালটি হামাসের মূল ঘাঁটিতে পরিণত হয়েছে এবং সেখানে হামাসের কার্যক্রম চলছিল। এমন অভিযোগ এনেই সেখানে বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলার সময় ৬০ জন স্বাস্থ্যকর্মী এবং ২৫ জন গুরুতর রোগী হাসপাতালে অবস্থান করছিল।

মাঝারি থেকে গুরুতর অবস্থার রোগীদের বাধ্য হয়েছে ধ্বংসপ্রাপ্ত এবং অকার্যকর ইন্দোনেশিয়ান হাসপাতালে সরিয়ে নিতে হয়েছে। এসব রোগীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews