1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

গ্রাহকের মাথায় ‘খেলনার পিস্তল’ ঠেকিয়ে ব্যাগে ১৮ লাখ টাকা ভরে ডাকাতরা

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত হয়েছে
যৌথবাহিনীর

নিউজ ডেস্ক : কেরানীগঞ্জ চুলকুটিয়া জিনজিরা শাখার রূপালী ব্যাংকে তিনজন ডাকাত প্রবেশ করেই ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে দেয়। এরপর এক গ্রাহকের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাখে ডাকাতদলের এক সদস্য।

এরপর আরও একজন পিস্তল হাতে নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে তাদের সঙ্গে থাকা তিনটি ব্যাগের একটিতে টাকা ভরতে থাকে। এ সময় ডাকাতদলের তিন সদস্যের একজন ছোরা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় যৌথবাহিনীর কাছে সমঝোতার মাধ্যমে তিন ডাকাত আত্মসমর্পণ করে। তিনটি ব্যাগের মধ্যে একটি থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডাকাতদের কবলে জিম্মি হয়ে থাকা ব্যাংকের লোকজনদের বরাত দিয়ে বাংলানিউজকে এসব কথা জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

আটক ডাকাতদলের সদস্য হলেন মো. লিয়ন মোল্লা নীরব (২২) ও আরও দুইজন।

ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার সময় ব্যাংকের ম্যানেজার শেখ মণ্ডল ব্যাংকের কাজে বাইরে ছিলেন। তবে জিএম ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ভেতরে ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ব্যাংকে তিনজন ডাকাত প্রবেশ করে। তাৎক্ষণিক ব্যাংকে ডাকাতের খবর সংবাদের সাথে সাথে স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্যরা ব্যাংকের একমাত্র প্রবেশ ও বের হওয়ার কেঁচিগেটটি বন্ধ করে দেন। এতে ডাকাতরা ব্যাংকের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই পুলিশ, র‍্যাব সদস্যরা রূপালী ব্যাংক চত্বরটি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে সেনাবাহিনী এসে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। একপর্যায়ে যৌথবাহিনীর উদ্যোগে তিন ডাকাত অস্ত্রসহ আত্মসমর্পণ করে। পরে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চারটি খেলনার পিস্তল ও দুটি ছুরি জব্দ করে।

এদিকে র‍্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করে তিন ডাকাত। ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে তিন ঘণ্টা জিম্মি রাখার পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা যৌথবাহিনীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews