1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

সমান স্বার্থে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি : পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত হয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা
সমান স্বার্থে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি

নিউজ ডেস্ক : ‘ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুই পক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে প্রচণ্ডভাবে প্রোপাগান্ডা চলছে। আমরা জানি এটা একটা সার্বিক ষড়যন্ত্রের অংশ। যতটুক সম্ভব আমরা এটি মিটআপ করার চেষ্টা করছি। যারা আমাদের কথা শুনতে রাজি আছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি ইউনিফায়েড এখন। তাদের বিরুদ্ধে এসব করে বড় ধরনের কোনও ব্যবস্থা নিতে পারবে না।’

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর রায়পুরা ও বেলাব উপজেলায় কর্মরত সব কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ ও সুধীজনের সঙ্গে আলাদা দুটি মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই- সম্মান ও সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। রায়পুরা উপজেলায় তিনটি গ্যাস লাইনের সংযোগ আছে, কিন্তু পর্যাপ্ত গ্যাস নেই। রায়পুরায় একটি ইপিজেড তৈরি করতে পারলে যুবকদের কর্মসংস্থান তৈরি হবে।’

এ ছাড়াও তিনি রায়পুরা রেলগেটে যানজট নিরসন, রায়পুরায় দুটি থানা নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআই’র উপদেষ্টা সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব) সার্কেল আফসান আল আলম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জাব্বার প্রমুখ।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews