স্পোর্টস ডেস্ক : দুবাইতে ইতিহাস গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জিতে সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকায় ফিরেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বরণ করতে উপস্থিত ছিলেন শতাধিক ক্রিকেটপ্রেমী।
ফাইনালে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ৫৯ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন এই দল। তাদের এই কৃতিত্ব ক্রিকেটবিশ্বে বাংলাদেশের সম্ভাবনার নতুন বার্তা দিয়েছে।
এর আগে, প্রথম শিরোপা জয়ের পথে সেমিফাইনালে ভারত এবং ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল তারা। এবারের শিরোপা জয় তাদের ধারাবাহিক উন্নতির প্রমাণ।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। দলের সাফল্যে সারা দেশে চলছে উচ্ছ্বাস, আর ক্রিকেটবিশেষজ্ঞরা বলছেন, এই তরুণদের মধ্যেই লুকিয়ে আছে জাতীয় দলের ভবিষ্যৎ তারকা।