নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের সমর্থন নেওয়া এবং তাদের আস্থা অর্জনই আমাদের মূল দায়িত্ব। ৩১ দফা নিয়ে আমাদের তৃণমূল জনসাধারণের দ্বারে দ্বারে যেতে হবে। তারপর জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে পারব। নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সিদ্ধান্ত মেনে নেব।’
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর বিভাগীয় বিএনপি নেতাকর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘জনগণকে আস্থায় রাখতে হলে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। আপনারা সবার যার যার অবস্থান থেকে কাজ করুন। আপনারা প্রত্যেকেই একজন বিএনপির প্রতিনিধি।
’ বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি মন্তব্য করে তিনি বলেন, ‘সব দল কাজ করেছে, সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে।’
তারেক রহমান বলেন, ‘আমাদের ওপর জনগণের আস্থা আছে ভেবে ঘরে বসে থাকলে চলবে না। আমরা যদি চুপচাপ বসে থাকি, তাহলে কোনো কাজ হবে না। আমরা এমন কোনো ভুল চিন্তা বা কাজ যেন না করি, যাতে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি।
এতে দল বা আমরা ক্ষতিগ্রস্ত হবো। তাই যারা ভুল করছে, তাদের বোঝাতে হবে; সতর্ক করতে হবে। সবাই মিলেই আমাদের কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা দেশে একটা জবাবদিহির জায়গা প্রতিষ্ঠা করতে চাই। শুধু প্রধানমন্ত্রী বা এমপির জবাবদিহি নয়, জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে সমাজের সব পর্যায়ে।
সেই জায়গায় মেয়র, ইউপি চেয়ারম্যান ও সমাজের প্রতিনিধিত্বশীল কোনো ব্যক্তিই জবাবদিহির ঊর্ধ্বে নয়।’ শেখ হাসিনার সময়ে জবাবদিহি ছিল না মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘জবাবদিহি থাকলে ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতো না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের এমন এক অবস্থা আমরা গড়ে তুলতে চাই, যেখানে চিকিৎসার জন্য দেশের মানুষকে দেশের বাইরে যেতে হবে না, ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে কাজ করবে, কৃষক তার পণ্যের ন্যায্য দাম পাবে। স্বৈরাচারকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে উৎখাত করেছি, তেমনি জবাবদিহি প্রতিষ্ঠার জন্য আমাদের একত্রে কাজ করে যেতে হবে।’
তারেক রহমান বলেন, ‘রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন। জনগণের আস্থা ধরে রাখতে যে যে কৌশল আছে, তা আমাদের প্রয়োগ করতে হবে।’
ফরিদপুর সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে বিভাগীয় বিএনপির আয়োজনে সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘হাসিনার অন্যায়-অত্যাচার, নির্যাতন ও জুলুমের প্রতিবাদ হচ্ছে বিএনপির এই ৩১ দফা। এটি একটি মানবিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রগঠনের বুকলেট।’