স্পোর্টস ডেস্ক : যুব এশিয়া কাপ হকির পুরুষ আসর শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে মহিলাদের আসর। টুর্নামেন্টের প্রথম দিনেই শক্তিশালী চিনের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শুরুটা যে একেবারেই যাচ্ছেতাই, চীনের কাছে হজম করতে হলো ১৯ গোল!
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মেয়েদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে চীনের মেয়েরা। প্রথম কোয়ার্টারেই ৬ গোল হজম করে বাংলাদেশ। পরের কোয়ার্টারে হজম করে আরও চার গোল।
তৃতীয় কোয়ার্টারে হজম করে আরও চার গোল। তখন ব্যবধান দাঁড়ায় ১৪-০ তে। চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশের জালে আরও পাঁচ গোল করে চীন। পরে ১৯-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চীনের মেয়েরা।
অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশের মেয়েরা। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছিলো মেয়েরা। এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য যে কতটুকু, তা বোঝা গেলো প্রথম ম্যাচেই।
আগামীকাল রোববার আরেক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এর আগে যুব এশিয়া কাপে পুরুষদের পর্বে ভালো খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টে হয়েছে পঞ্চম।