স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তান যুবা দলকে ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট করেছে টাইগার যুবারা। ব্যাট হাতে ৭ উইকেটের বড় জয়ে নিশ্চিত করেছে ফাইনাল। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতকে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনারই শূন্য করে ফেরেন। ৫৩ রানে পড়ে চতুর্থ উইকেট। ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।
দলটির হয়ে তিনে নামা রিয়াজুল্লাহ ২৮ রান করেন। চারে নামা অধিনায়ক সাদ বেগ ১৮ রান যোগ করেন। সাতা নামা অলরাউন্ডার ফারহান ইউসুফ ৩২ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে একশ’ ছাড়াতে পারে পাকিস্তান।
বল হাতে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত করেছেন ইকবাল হোসাইন ইমন। ডানহাতি এই পেসার ৭ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। বাঁ-হাতি পেসার মারুফ মৃধা নেন ২ উইকেট।