1. [email protected] : Abu Bakar : Abu Bakar
  2. [email protected] : Masum Talukder : Masum Talukder
  3. [email protected] : Masumasian :
  4. [email protected] : News Editing : News Editing
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশের মুসলমানদের প্রশংসায় পশ্চিমবঙ্গের মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮ বার পঠিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাশীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি রাস্তায়ও নেমেছে।

এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলাদেশে হিন্দুদের বিষয়ে ভারত সরকারের অবস্থানকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন তিনি।

একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনাকে সেই দেশের অভ্যন্তরীণ বিষয় মনে করেন পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের এই মন্ত্রী।

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে। বাংলাদেশে হিন্দুরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আছেন। থানার ওসি, বিচারপতি, পুলিশ সুপার, জেলা প্রশাসক—এগুলো কি তারা দেখেন না? মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিচ্ছে, এটাও কি তাদের চোখে পড়ে না?

চিন্ময় দাস প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ বলেন, সন্ন্যাসী হোন বা ইমাম, অপরাধ করলে তিনি অপরাধী। অপরাধ অপরাধই। আমি ৪০ বছর ধরে রাজনীতিতে আছি, আমার বিরুদ্ধে কি কখনও কোনো অপরাধ প্রমাণিত হয়েছে?

সাম্প্রতিক ঘটনাগুলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অত্যাচার হলে অবশ্যই নিন্দা করতে হবে, কিন্তু এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। যারা এসব ঘটনার সাথে জড়িত, তারা অস্থির মস্তিষ্কের মানুষ।

বাবরি মসজিদ ভাঙার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ যখন বাবরি মসজিদ ভাঙা নিয়ে মন্তব্য করেছিল, তখন মোদিজি স্পষ্টভাবে বলেছিলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ঠিক তেমনই, প্রফেসর ইউনূসের বিষয়ে বাংলাদেশ বলেছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।

জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।

হিন্দুস্তান টাইমস

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews