বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা বুবলী কদিন ধরে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু হঠাৎ করে গত রাতে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, সেই জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার খবরও।
প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, আমি বুবলী। একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলের নিয়ে যাওয়ার জন্য।…শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কোরো না। জেতার আনন্দ উপভোগ করো, নিরাপত্তার স্বার্থে।যেখানে খেলা শুধু জেতার জন্য।
সাধারণত চিত্রনায়িকা শবনম বুবলী তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত রাখেন। তবে জুয়ার অ্যাপের প্রচারণামূলক এই ভিডিওটি পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন।
শুক্রবার (২২ নভেম্বর) রাতে ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন। এ বিষয়ে কথা বলার জন্য বুবলীর সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। তবে জুয়ার অ্যাপের প্রচারণায় কোনো নায়িকার অন্তর্ভুক্তি এবারই প্রথম নয়। এর আগে নুসরাত ফারিয়া, পরীমনি, অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকাদেরও দেখা গেছে এমন প্রচারণায়।
জানা গেছে, বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার-প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে।