বিশ্ব নাগরিকত্ব শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়াল এর ডিসসেমিনেশন অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমে বিশ্ব নাগরিকত্ব শিক্ষা (গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন বা জিসিইডি) এর বিষয়গুলো অন্তর্ভুক্ত করার মাধ্যমে শিশুদের মধ্যে বিশ্ব নাগরিকত্বের মূল্যবোধ, সচেতনতা ও নৈতিক দায়িত্ব গড়ে তোলার লক্ষ্যে শান্তি, মানবাধিকার, পরিবেশ, সামাজিক ন্যায়বিচার, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং বিশ্ব দায়িত্ববোধ এগুলোকে শিক্ষার্থীদের কাছে শিক্ষাক্রমে বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করার জন্য বিশ্ব নাগরিকত্ব শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইউনেস্কোর কারিগরি সহায়তায় এই প্রশিক্ষণ ম্যানুয়ালটি তৈরি হয়েছে।
আজ ঢাকার মিরপুরস্থ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ‘গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন (জিসিইডি) কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড ইন্টিগ্রেশন (২০২২ -২৪) প্রকল্পের’ ন্যাশনাল ডিসসেমিনেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এমন রিয়াজুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছাঃ নুরজাহান খাতুন, ইউনেস্কো ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার (শিক্ষা) শিরীন আক্তার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ।