অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থেকে অবৈধ একটি পিস্তল দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের একটি টিম।
সোমবার (১৮ নভেম্বর ২০২৪) সকাল ১১ টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডস্থ এইচ আই ট্রেড সেন্টার এর ২য় তলায় ইউনিয়ন ব্যাংক এর অফিস কক্ষের লকার থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের একটি টিম।
সিটিটিসি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র-গুলিগুলো রাঙামাটি চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মৃত জহিরুল হকের নামে লাইসেন্সকৃত ছিলো। তিনি গত ২০২৩ সালের জুলাই মাসে মৃত্যু বরণ করেন। অস্ত্র-গুলিগুলোর লাইসেন্সের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ উত্তীর্ণ হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে যে মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডস্থ এইচ আই ট্রেড সেন্টার এর ২য় তলায় ইউনিয়ন ব্যাংক এর অফিস কক্ষের লকারে মৃত জহিরুল হকের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ অস্ত্র-গুলি রক্ষিত আছে। এমন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল ১১ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০.৩২ বোরের একটি এনবিপি পিস্তল দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।