অনলাইন ডেস্ক : সাভার, আশুলিয়া, মিরপুরে পুলিশ-যৌথবাহিনীর গুলিতে শ্রমিক হত্যার বিচার, সকল বকেয়া পরিশোধ, ছাঁটাই, মামলা প্রত্যাহারের দাবীতে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এর বিক্ষোভ সমাবেশ মিছিল
আশুলিয়া, মিরপুর, গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের উপর পুলিশ ও যৌথবাহিনীর গুলি, শ্রমিক হত্যা, মামলা ও ছাঁটাইয়ের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এর উদ্যোগে আজ ১৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোটের সমন্বয়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এর সভাপতিত্বে শ্রমিক নেতা রাজু আহমেদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মোশরেফা মিশু, ইয়াসিন মিয়া, এএএম ফায়েজ হোসেন, ইকবাল কবীর, আবু সাঈদ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন না করে তাদের মজুরী সময়মতো না দিয়ে শ্রমিকের বুকে গুলি এটা শ্রমিকরা কোনভাবেই মানবে না। সেই সঙ্গে নেতৃবৃন্দ শ্রমিক আন্দোলনে পুলিশ এবং যৌথ বাহিনীকে হস্তক্ষেপ বন্ধের দাবী জানান।