গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয়ের
অনলাইন ডেস্ক : ঢাকা, সোমবার( ১১নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ); গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধারাবাহিকভাবে আগামী তিন শুক্রবার বাদ জুম’আ দেশব্যাপী সকল মসজিদে এই দোয়া ও মোনাজাত আয়োজন করা হবে।
আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা হতে এসংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং গুরুতর অসুস্থ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুম’আ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে।