1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

ইরানে ইসরায়েলি হামলা: কোন দেশ কী প্রতিক্রিয়া জানালো

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩০ বার পঠিত হয়েছে
ইরানে ইসরায়েলি হামলা: কোন দেশ কী প্রতিক্রিয়া জানালো

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ইলাম, খুজেস্তান ও তেহরানের প্রায় ২০টি স্থানে হামলা চালিয়েছে। ইরান নিশ্চিত করেছে, শনিবারের হামলাগুলো সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। তবে এর ফলে কেবল ‍‍`সীমিত ক্ষতি‍‍` হয়েছে।

 

তবে নতুন করে ইসরায়েলি হামলা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

 

ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, অভিযান সম্পন্ন হয়েছে। তাদের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান যদি ‍‍`প্রতিশোধমূলক হামলা‍‍` চালায় তবে ইসরায়েল জবাব দিতে বাধ্য হবে।

 

অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলা ‍‍`ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন‍‍`। তবে ইরান ফের হামলা চালাবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

যুক্তরাষ্ট্র:

 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট সাংবাদিকদের বলেন, আমরা ইরানকে ইসরায়েলের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি, যাতে আর কোনো উত্তেজনা না বাড়তে পারে, এই ‍‍`হামলা চক্রের‍‍` অবসান ঘটে। ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল আত্মরক্ষার একটি মহড়া। জনবহুল অঞ্চলগুলো এড়িয়ে চলে কেবল সামরিক লক্ষ্যবস্তুতে মনোনিবেশ করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্র এই অভিযানের সাথে যুক্ত নয় উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে কূটনীতি ত্বরান্বিত করা এবং উত্তেজনা কমানোই আমাদের লক্ষ্য।

 

কাতার:

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ‍‍`উত্তেজনা বৃদ্ধির ফলে যে গুরুতর প্রতিক্রিয়া হতে পারে সে সম্পর্কে গভীর উদ্বেগ‍‍` প্রকাশ করেছে কাতার। সব পক্ষকে ‍‍`সংযম অনুশীলন, সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে এমন যে কোনো কিছু এড়ানোর‍‍` আহ্বান জানানো হয়েছে।

 

সৌদি আরব:

 

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাকে ‍‍`সার্বভৌমত্বের লঙ্ঘন‍‍` এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সব পক্ষকে ‍‍`সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা হ্রাস করার‍‍` আহ্বানও জানানো হয়েছে।

 

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলে অব্যাহত উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাতের সম্প্রসারণকে প্রত্যাখ্যান করে সৌদি আরব তার দৃঢ় অবস্থান নিশ্চিত করছে। এই অঞ্চলের দেশ ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে এমন সবকিছু প্রত্যাখ্যান করে সৌদি।

 

সাম্প্রতিক মাসগুলোতে উভয় পক্ষের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। ২০২৩ সালে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে।

 

ইরাক:

 

ইরাক সরকারের মুখপাত্র বাসিম আলাওয়াদি এক বিবৃতিতে ইসরায়েলি কর্মকাণ্ডের বিষয়ে ‍‍`আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার‍‍` নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদী সত্তা ইরানি লক্ষ্যবস্তুসহ নির্লজ্জ হামলার মাধ্যমে এই অঞ্চলে তার আগ্রাসী নীতি অব্যাহত রেখেছে এবং সংঘাতকে আরও বিস্তৃত করছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান এবং এ অঞ্চলে স্থিতিশীলতার সমর্থনে ব্যাপক আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান পুনর্ব্যক্ত করছে ইরাক।

 

যুক্তরাজ্য:

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেছেন, ইসরাইলি হামলার জবাব দেওয়া ইরানের উচিত হবে না। আমরা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাই।

 

 

তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, ইরানি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। আমি একইভাবে স্পষ্ট যে, আমাদের আঞ্চলিক উত্তেজনা এড়াতে হবে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাতে হবে।

 

পাকিস্তান:

 

ইরানের ‍‍`সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা‍‍`র বিরুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনীর হামলা ‍‍`জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন‍‍` বলে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথকে ক্ষতিগ্রস্ত করে এবং ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলে একটি বিপজ্জনক উত্তেজনার বৃদ্ধি ঘটায়।

 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‍‍`আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা পালন এবং ওই অঞ্চলে ইসরায়েলের বেপরোয়াতা ও অপরাধমূলক আচরণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার‍‍` আহ্বান জানানো হয়েছে।

 

সংযুক্ত আরব আমিরাত:

উপসাগরীয় দেশটি ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং অব্যাহত উত্তেজনা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এর প্রভাবের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঝুঁকি এড়াতে সর্বোচ্চ পর্যায়ের সংযম ও প্রজ্ঞা অনুশীলনের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

 

ওমান:

 

ইসরায়েলি হামলাকে ইরানের সার্বভৌমত্বের ‍‍`সুস্পষ্ট লঙ্ঘন‍‍` উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বিমান হামলা ‍‍`সহিংসতার চক্রকে উসকে দিচ্ছে এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে‍‍`। আগ্রাসন বন্ধে এবং প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানানো হয়েছে।

 

মালয়েশিয়া:

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে ‍‍`আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন‍‍` বলে অভিহিত করেছে, যা ‍‍`আঞ্চলিক নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে‍‍`।

 

বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সহিংসতার চক্র বন্ধের আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলের অব্যাহত হামলা এ অঞ্চলকে বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

 

মিশর

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, ইরানের ওপর ইসরায়েলি বিমান হামলাসহ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধিতে মিশর গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ সব পদক্ষেপের নিন্দা জানাই।

 

তথ্যসূত্র: আল জাজিরা

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews